শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ মার্চ ২০২৫ ২৩ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: তাঁকে যখন দলে নেওয়ার সিদ্ধান্ত হল গোটা দেশ সেটার বিরুদ্ধে। স্যোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেল যশস্বী জয়সওয়ালকে বসিয়ে বরুণ চক্রবর্তী কেন? তাঁকে বলা হল কোটার খেলোয়াড়, আরও কত কী। কিন্তু বর্তমান ভারতীয় দলের মধ্যে একটা বিশেষত্ব আছে। তাঁরা সকলেই বিতর্কের জবাবটা দিতে পছন্দ করেন মাঠের ভিতরেই। বরুণই বা সেটা থেকে বাদ যাবেন কেন? গ্রুপ লিগে নিউজিল্যান্ড ম্যাচ থেকেই সুযোগ এসেছিল। সেটাকে কাজে লাগিয়ে ফাইনালের বড় মঞ্চেও সমস্ত সমালোচকদের চুপ করিয়ে দিলেন তিনি। বরুণের প্রথম ইন্ডিয়া খেলা এই সৌদি আরব আমিরশাহিতেই।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে দলে নেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে। কিন্তু ফল হয়েছিল উল্টো। বেধড়ক মার খেয়ে তাঁকে বাদ পড়তে হয়েছিল দল থেকে। এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সাক্ষী থাকল অন্য এক বরুণ দেবতার। যাঁর রোষে ভেসে গেল নিউজিল্যান্ড। তবে বরুণ চক্রবর্তী হওয়া সহজ কথা নয়। তিনি একইসঙ্গে অনেককিছু। সচরাচর একই অঙ্গে বহুরূপের দর্শন পাওয়া যায় না। উইকেটকিপার হিসেবে ক্রিকেট শুরু করেছিলেন। একসময়ে পেস বলও করতেন। অভিনয় করেছেন সিনেমায়। হতে চাইতেন পরিচালক। তিনি একজন স্থপতিও। সব বাধা কাটিয়ে বর্তমানে বরুণের পরিচয় একটাই।
তিনি ভারতীয় দলের তারকা স্পিনার। ফাইনালের আগে নিউজিল্যান্ডে কোচ জানিয়েছিলেন, বরুণ চক্রবর্তীকে খেলতে বিশেষ পড়াশোনা করে আসবেন তাঁরা। কিন্তু বরুণ দেবতার রোষ থেকে কী এত সহজে বাঁচা যায়? ঝুলিতে একাধিক সারপ্রাইজ নিয়ে আসেন তিনি। তাতেই তো কাবু করে দিলেন ইয়ং আর বিপজ্জনক গ্লেন ফিলিপসকে। অস্ট্রেলিয়ার যে খেলোয়াড়কে নিয়ে ১৪০ কোটি ভারতবাসী চিন্তায় ছিল সেই ট্র্যাভিস হেডকে ফিরিয়ে বরুণ দেশবাসীকে বলে দিয়েছিলেন, 'ম্যায় হুঁ না'। তিনি মাঠের বাইরে যেমন নীরব, ২২ গজও তাই। উইকেট নিলেও খুব একটা আগ্রাসন দেখান না।
তাঁর মতো খেলোয়াড়রা বরাবর নিজের কাজটা চুপচাপ করে দিয়ে বেরিয়ে যেতেই পছন্দ করেন। এদিনও সেটাই হল। মিডল ওভারে তিনি আর কুলদীপ নিঃশব্দে কিউই ব্যাটারদের শান্ত রেখে দিয়ে বেরিয়ে গেলেন। জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে নেমে বরুণ বুঝিয়ে দিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। কোটার খেলোয়াড়, টি- টোয়েন্টি স্পেশালিস্ট এসব অতীত। এবার যেন তিনি বরুণ চক্রবর্তী ২.০। গত আইপিএল থেকে শুরু করে ভারতের বি-দলে সুযোগ পাওয়া। সেখানে একের পর এক ম্যাচ জেতানো পারফরম্যান্স করে এবার ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। পরের মিশন? সময় বলবে!
নানান খবর

নানান খবর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?